ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমরানের সংগীতায়োজনে হাবিবের গান

১৪ বছরের ক্যারিয়ারের অন্যতম সাফল্য: ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
১৪ বছরের ক্যারিয়ারের অন্যতম সাফল্য: ইমরান ইমরান মাহমুদুল-হাবিব ওয়াহিদ

প্রথমবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গানে কণ্ঠ দিলেন শ্রোতাপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইমরান ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

পোস্টের সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেছেন ইমরান।

নিজের সুর ও সংগীতে হাবিবের গাওয়াকে মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য মনে করছেন ইমরান। ওই পোস্টে বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রথমবারের মতো আমার সুর-সংগীতে গান গাইলেন হাবিব ওয়াহিদ (আমার বস)। মনে হচ্ছে স্বপ্ন। যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের । আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। ’

ইমরান আরো লেখেন, ‘মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এত দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য। একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০ এর দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে, বসের জিঙ্গেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে। ’

ইমরান লেখেন, ‘আজ ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। ’ 

যোগ করে এই গায়ক লেখেন, ‘শুধু এটুকু বলতে চাই, এই গানটি আমার জন্য শুধু একটি গান না, আমার জন্য অনেক বড় আবেগ এটা। গানটি কেমন করতে পেরেছি আমি জানি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। ’  

ইমরান তার পোস্টে আরো জানান, শিগগিরই আসছে গানটি। গানটির বিষয়ে বিস্তারিতও তুলে ধরা হবে। সঙ্গে যোগ করেনম, ‘আই লাভ ইউ বস। ’

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।