ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৬ হাজার ফুট ওপরে উঠলেন ইরেশ যাকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
১৬ হাজার ফুট ওপরে উঠলেন ইরেশ যাকের ইরেশ যাকের

অভিনেতা ইরেশ যাকের। কিংবদন্তি শিল্পী দম্পতি আলী যাকের ও সারা যাকের পুত্র ইরেশ নাটক কিংবা সিনেমা যখন যেখানে যে চরিত্রই করছেন তা যথার্থভাবে ফুটিয়ে তুলছেন।

বৈচিত্রময় অভিনয় গুণে মুগ্ধ করছেন দর্শকদের।

তবে বর্তমানে অভিনয়ে নিয়মিত নন ইরেশ। নিজের ব্যবসা প্রতিষ্ঠানেই সময় দেন বেশি। সময়-সুযোগ মিললে ও ভালো চরিত্র পেলে সময় বের করেন অভিনয়ের জন্য। ভালো ছবিও তোলেন ইরেশ। পছন্দ করেন বেড়াতে।

ঘুরতে ঘুরতে এবার ইরেশ উঠলেন হিমালয়ের ট্রাকিং পয়েন্ট সেরগো রির চূড়ায়, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ৩৬৩ ফুট। সেখান থেকে ছবি তুলে পাঠিয়েছেন অভিনেত্রী মা সারা যাকেরকে। খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন সারা যাকের।

এর আগে ইরেশের আরেকটি ছবি শেয়ার করেন সারা। সেখানে তিনি জানান, এবার ইরেশ উঠলেন হিমালয়ের ১৪ হাজার ৫০০ ফুট উঁচুতে। ইরেশের লক্ষ্য ১৬ হাজার ফুট। হয়তো ইরেশ সেই লক্ষ্যে পৌঁছতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।