ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন রনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন রনি আবু হেনা রনি

কৌতুক অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত হন। অগ্নিদগ্ধ হয়ে প্রায় একমাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।

সম্প্রতি তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দেন এই তারকা। ক্যাপশনে লেখেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ। ’

ভিডিও বার্তায় রনি বলেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের বিশেষ দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক সুস্থ হয়ে গেছি। এ দীর্ঘ সময়টুকুতে আমার গভীর উপলব্ধি এই, এতে প্রাপ্তিও কম না। আপনারা যে আমাকে এত ভালোবাসেন সেটি বুকের গভীর থেকে উপলব্ধি করতে পেরেছি। ’

রনি বলেন, ‘আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই ডাক্তারদের। ডাক্তার সামন্ত লাল সেন এবং অন্য ডাক্তাররা কতটা মানবিক দায়িত্ব পালন করেছেন। সবাই যত্ন নিয়েছেন। ’

রনি আরো বলেন, ‘আমি যখন এইচডিইউতে ছিলাম তখন আমার মতো ২০ জন আমরা এক রুমে ছিলাম। শুধু আমি নই। এ বিশেষ রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য রোগীদের আলাদা জায়গায় রাখা হয় এবং সবার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। ’

গাজীপুর পুলিশের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সাবেক ও বর্তমান আইজিপি স্যার দেখতে এসেছেন আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞ। বেনজীর আহমেদ স্যারের স্ত্রী দেখতে এসেছেন আমাকে। সেটা আমার জন্য আরো বড় প্রাপ্তি। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।