ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন বছর পর দেশে ফিরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
তিন বছর পর দেশে ফিরছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

তিন বছর পর দেশে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। করোনার কারণে এতদিন তিনি নিজের দেশ ভারতে আসতে পারেননি।

এই সময়ের মধ্যেই মা হয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বোডিং পাসের একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেশি গার্ল লেখেন, ‘শেষ পর্যন্ত বাড়ি যাচ্ছি। প্রায় তিন বছর পর’।  

জানুয়ারি মাসে স্বামী নিক জোনাসের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সারোগেসির মাধ্যমে সন্তান ধারনের কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই হিসেবে প্রথম তার কন্যা মালতী সেরি জোনাসও ভারতে পা রাখছে।  

বর্তমানে হলিউডেই বেশি কাজ করছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। স্যম হুগানের সঙ্গে রোমান্টিক সিনেমা ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ ও ‘গেম অব থ্রোনস’ খ্যাত রিচার্ড মাডেনের সঙ্গে স্পাই সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে তাকে।  

সামনে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ সিনেমায় কাজ করার কথা প্রিয়াঙ্কার। এতে তার সহ-শিল্পী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের থাকার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।