ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে ‘পাঠান’র টিজারে শাহরুখের দুর্ধর্ষ অ্যাকশন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
জন্মদিনে ‘পাঠান’র টিজারে শাহরুখের দুর্ধর্ষ অ্যাকশন  শাহরুখ খান

দুই নভেম্বর মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের মুহূর্ত। কিং খানের জন্মদিন বলে কথা! মঙ্গলবার রাত থেকেই উচ্ছাসে মেতে আছেন শাহরুখ ভক্তরা।

প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে মান্নাতের সামনে ভিড় করেন তারা।

মধ্যরাতে মান্নাতের বারান্দায় এসে দাঁড়ান ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে। চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়িয়ে ভক্তদের ভালোবাসা জানান শাহরুখ।  

এদিকে চার বছর পরে বড়পর্দায় ফিরছেন শাহরুখ। নিজের জন্মদিনেই তাই ভক্তদের বিরাট পুরস্কার দিলেন তিনি। ‘পাঠান’ সিনেমার ফার্স্ট টিজার সামাজিকমাধ্যমে শেয়ার করেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। কারণ, পাঠান আসছে। ’ 

টিজারে ভিন্ন লুকে শাহরুখ ধরা দিয়েছেন। যেখানে শাহরুখকে পুরো অ্যাকশন লুকেই দেখা গেছে। কখনো ফাইট সিকোয়েন্স আবার কখনো আগুনের ভেতর থেকে বাইক নিয়ে বেরিয়ে আসছেন তিনি। পাঠান বেঁচে আছে নাকি মরে গেছে- আর তারপরেই শাহরুখের ডায়লগ, “আভি জিন্দা হ্যাঁয়”।  

একের পর এক গাড়ি উড়ছে। অ্যাকশন করতে দেখা গেছে দীপিকাকেও। এদিকে, জন আব্রাহামের সঙ্গে শাহরুখের আদৌ বন্ধুত্ব নাকি শত্রুতা সেই নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে জনও অনবদ্য টিজার জুড়ে।  

শুধু পাঠান নয়, জওয়ান সিনেমাতেও শাহরুখকে ভয়ঙ্কর রুপে দেখা গেছে। অ্যাটলির নির্দেশনায় সেই সিনেমাতেও শাহরুখকে দেখে আতকে উঠেছিলেন ভক্তরা। এদিকে, রাজকুমার হিরানির সিনেমায় দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।