ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চমকে দিলেন সানী, তবে জন্মদিনে কর্মব্যস্ত মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
চমকে দিলেন সানী, তবে জন্মদিনে কর্মব্যস্ত মৌসুমী ওমর সানী-মৌসুমী

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। গুণী এই অভিনেত্রীর জন্মদিন বৃহস্পতিবার (০৩ নভেম্বর)।

বছরের অন্যান্য দিনের চেয়ে বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই একটু অন্যরকম হয়ে থাকে। কারণ এই দিনটি ঘিরে নানা আয়োজন থাকে। বিশেষত পরিবারের পক্ষ থেকে, ফ্যান ক্লাবের পক্ষ থেকে এবং সর্বোপরি সামাজিকমাধ্যমে শুভেচ্ছা বাণী ও ভালোবাসায় সিক্ত হন মৌসুমী।  

ইতোমধ্যেই উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলেই আসলে আব্বুর কথা খুব মনে পড়ে। আমার সবকিছুই আব্বুর নখদর্পণে ছিল। তাই জীবনের এই পর্যায়ে এসে আব্বুকে বেশি বেশি মিস করি। আবার এই জন্মদিনে আম্মুও পাশে নেই। সবকিছু মিলিয়ে যদিও নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা আছে, কিন্তু আমার দুই সন্তান ফারদিন ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকব, শান্তিতে থাকব। ’ 

এই অভিনেত্রী জানান, জন্মদিনে রাজধানীর ধানমন্ডিতে একটি ফটোশুটে অংশ নিবেন। এরপর নিজের মতো করেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন।  

দোয়া চেয়ে মৌসুমী বলেন, ‘সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। ’

এবারের জন্মদিনের পরদিনই কথা ছিল তার অভিনীত ‘দেশান্তর’ সিনেমা মুক্তির। কিন্তু তা পিছিয়ে আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। আশুতোষ সুজন পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহানসহ অনেকে।  

‘দেশান্তর’ সিনেমার গল্প এবং তার নিজের অভিনীত চরিত্রটি মৌসুমীর ভীষণ ভালো লেগেছে। ফলে তিনি নিজেও এই সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।  

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমাটিও। এতে তার সহশিল্পী হিসেবে আছেন রাশেদা চৌধুরী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।  

এছাড়াও মৌসুমী শেষ করেছেন ‘সোনার চর’ নামের একটি সিনেমার কাজ। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।