ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন দুই নারী মডেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বিয়ে করলেন দুই নারী মডেল! ম্যারিয়ানা ভারেলা-ফ্যাবিওলা ভ্যালেন্টিন

সমলিঙ্গের হয়েও এবার বিয়ে করলেন দুই নারী মডেল। তাদের একজনের নাম ম্যারিয়ানা ভারেলা, অন্যজন ফ্যাবিওলা ভ্যালেন্টিন।

গেল ২৮ অক্টোবর বিয়ে করেছেন তারা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন এই সমকামী দম্পতি। যেখানে উঠে এসেছে ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন একসঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত।

পাশাপাশি বিয়ের মুহূর্তের কিছু অংশ ভিডিওটিতে শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, বিয়ের দিন সাদা রঙের পোশাকে সেজেছিলেন তারা।

ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘আমাদের সম্পর্কটি গোপন রেখেছিলাম। আমাদের বিশেষ দিন ২৮ অক্টোবর ২০২২, সবাইকে তা জানিয়ে দিলাম। ’

জানা গেছে, ম্যারিয়ানা ভারেলা আর্জেন্টিনার নাগরিক। ‘মিস আর্জেন্টিনা’ বিজয়ী তিনি। ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন।

অন্যদিকে পোয়ের্তো রিকোর বাসিন্দা ফ্যাবিওলা ভ্যালেন্টিন। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস পোয়ের্তো রিকো’-এর সেরা তিনে জায়গা করে নেন তিনি।

২০২০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন ম্যারিয়ানা ও ফ্যাবিওলা। এ প্রতিযোগিতা থেকেই তাদের বন্ধুত্ব।  

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।