ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যাকশন-অ্যাডভেঞ্চারে পূর্ণ ‘অ্যাভাটার ২’র ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
অ্যাকশন-অ্যাডভেঞ্চারে পূর্ণ ‘অ্যাভাটার ২’র ট্রেলার

বছর শেষ দিকে আসছে ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ । এর আগে প্রচারণার অংশ হিসেবে বুধবার (২ নভেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

যেখানে উঠে এসেছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’  সুলি পরিবারের গল্প। যে পরিবারে আছে জেক, নেইটিরি এবং তাদের সন্তানেরা। এবারের গল্পে একে অপরকে রক্ষা করা, যুদ্ধ করে বেঁচে থাকার কাহিনি উঠে আসবে বলে ট্রেলার থেকে ধারণা করা হচ্ছে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেমস ক্যামেরন ট্রেইলারটি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, ‘প্যান্ডোরা এই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে। ’

সিনেমাটিতে পরিবার গুরুত্ব পাবে তার একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল মে মাসে মুক্তি পাওয়া টিজারে। ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারে কিছু সংলাপ ছিল। সেটি ছিল এমন, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ। ’

টিজার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার প্রযোজক জন ল্যান্ডউ বলেছিলেন, ‘জেমস ক্যামেরনের স্ক্রিপ্টগুলো সব সময় সর্বজনীন। এর চারটি সিক্যুয়াল হবে। যার প্রতিটির কেন্দ্রে থাকবে সুলি পরিবার। প্রতিটি গল্প হলে আলাদা আলাদা এবং সবগুলোর শেষটাও হবে ভিন্ন। প্রতিটি ফিল্মের জন্য একটি পরিপূর্ণ রেজ্যুলিউশন থাকবে। আবার চারটি মিলে তৈরি হবে একটি বৃহত্তর মহাকাব্যিক কাহিনি। ’

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক অ্যাডভেঞ্চার ‘অ্যাভাটার’। এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’। ‘অ্যাভাটার’ মুক্তির ১৩ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৪, ২০২৬ ও ২০৮ সালে আসবে পরের কিস্তিগুলো।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।