ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক হলে মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এক হলে মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিতি হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সিনেমাটি শুক্রবার (০৪ নভেম্বর) মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

জানা যায়, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় প্রতিদিন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র দুটি শো প্রদর্শন করা হবে।  

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ কাইয়ুম। তিনি বলেন, বিরূপ প্রাকৃতিক পরিবেশে বৈষম্য-বঞ্চনার মাঝে টিকে থাকা প্রান্তিক মানুষের সম্মিলিত লড়াইয়ের গল্প বিধৃত হয়েছে এই চলচ্চিত্রে। হাওরের জল ও কাদায় মেশা সাংস্কৃতিক ঐতিহ্য উঠে এসেছে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ে জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।  

সিনেমাটিতে দুটি গান রয়েছে, দুটিই প্রচলিত। এর একটা হেমাঙ্গ বিশ্বাসের গান। আর একটা রাধারমণ দত্তের ধামাইল গান। সংগীত পরিচালনা করেছেন ভারতীয় শিল্পী সাত্যকি ব্যনার্জি। স্থানীয় ধামাইল শিল্পীরাই গেয়েছেন এই গান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।