ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সপ্তাহে হল বাড়ল দামালের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
দ্বিতীয় সপ্তাহে হল বাড়ল দামালের সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ

মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘দামাল’ সিনেমা। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২৮ অক্টোবর।

আজ (৪ নভেম্বর) সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে পা রাখল।

জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে এসে হল বেড়েছে দামালের। শুধু তাই নয়, পরিচালকের দাবি-সিনেপ্লেক্সগুলোতে বেড়েছে দর্শকও।

পরিচালক রায়হান রাফি জানান, দ্বিতীয় সপ্তাহে এসে দুটি হল বেড়েছে। সেগুলো হলো ঢাকার চিত্রামহল ও সৈনিক ক্লাব।

নির্মাতা রাফি বলেন, ‘আমার সিনেমাগুলো দ্বিতীয় সপ্তাহে এসে জনপ্রিয়তা পায়। সেই জায়গা থেকে বলব দ্বিতীয় সপ্তাহেই আমার সিনেমা মূলত মুক্তি পায়। আসলে শুরু থেকেই সিনেমাটির মাউথ পাবলিসিটি খুব ভালো। দর্শকদের মৌখিক প্রচারণার ফলেই দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা ও দর্শক সংখ্যাও বেড়েছে। ’

দামালে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, নাসিরউদ্দিন খান প্রমুখ।  

দ্বিতীয় সপ্তাহে যেসব হলে চলছে ‘দামাল’: স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সামরিক জাদুঘর শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস জিঞ্জিরা, মধুমিতা ঢাকা, শ্যামলী ঢাকা, বিজিবি ঢাকা, সৈনিক ক্লাব ঢাকা, চিত্রামহল ঢাকা, সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স সিলেট, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, ছায়াবাণী ময়মনসিংহ, শাপলা রংপুর, সুগন্ধা চট্টগ্রাম, শঙ্খ খুলনা, লিবার্টি খুলনা, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, মম ইন বগুড়া, রুটস সিলেক্লাব সিরাজগঞ্জ ও রূপকথা পাবনা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।