ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পপস্টার অ্যারন কার্টারের অকাল প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
পপস্টার অ্যারন কার্টারের অকাল প্রয়াণ অ্যারন কার্টার

মার্কিন পপস্টার অ্যারন কার্টার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

টিএমজেড ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেনকাস্টারে নিজের বাড়ির বাথরুমে অ্যারনের মৃতদেহ পাওয়া যায়।

তবে ঠিক কি ভাবে অ্যারনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

তার দলের প্রতিনিধিরা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এই মুহূর্তটি সত্যিই খারাপ সময়। আসলে কী ঘটেছিল এবং এর কারণ জানার চেষ্টা করছি আমরা। সকলের মতো আমরাও মর্মাহত এবং আশা করি ভক্তরা তার পরিবারের জন্য চিন্তাভাবনা করবে। ’

জানা গেছে, বিখ্যাত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ তারকা নিক কার্টারের ভাই ছিলেন অ্যারন। শৈশবেই তারকাখ্যাতি পাওয়া অ্যারন গানের জগতে প্রবেশ করেন ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে পারফর্ম করে। পরে একক শিল্পী হিসেবে পেয়েছেন ব্যাপক সাফল্য।

১৯৯৭ সালে মাত্র ৯ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম, যা বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন কপি। এরপর ধারাবাহিকভাবে অ্যারনের বেশ কয়েকটি অ্যালবাম আলোড়ন তোলে বিশ্বে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।