ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শীতার্তদের পাশে দাঁড়াতে ইমরানের ভিন্নধর্মী উদ্যোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
শীতার্তদের পাশে দাঁড়াতে ইমরানের ভিন্নধর্মী উদ্যোগ ইমরান হোসাইন

এই সময়ের পরিচিত গায়কদের মধ্যে একজন ইমরান হোসাইন। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ছিন্নমূল শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

‘মধু হই হই’ খ্যাত জাহিদসহ বেশ কয়েকজন নবীন শিল্পীকে সবার সামনে তুলে ধরেও কুড়িয়েছেন প্রশংসা তিনি।  

২০২১ সালে সিলেটের চা শ্রমিকদের জন্য মসজিদ নির্মাণের কাজে এগিয়ে এসে সবার ভালোবাসায় সিক্ত হন ইমরান। এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন এই গায়ক।

ইমরান জানান, শীত আসন্ন হলেও দেশের কিছু জায়গায় ঠাণ্ডা পড়তে শুরু করেছে। শীতে বয়স্ক আর বাচ্চারা যেন ঠাণ্ডার প্রকোপ কবল থেকে রক্ষা পায় তার জন্য 'মেইড ইন বাংলাদেশ'র পক্ষ থেকে গরম কাপড় সংগ্রহ করা হচ্ছে।  

এক্ষেত্রে পুরাতন কাপড় (একটু ভালো অবস্থা) দেওয়া যাবে। সঙ্গে কেউ নতুন গরম কাপড় দিতে চাইলেও যোগাযোগ করার আহ্বান জানান ইমরান।  

ইমরান বলেন, আমরা আপনাদের দেওয়া উপহার নিয়ে চলে যাব কোন এক গ্রামে। যেখানে আপনাদের দেওয়া উপহারে হাসবে নিম্নবিত্ত কিছু পরিবার।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।