ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জমে উঠেছে চিরকুমারদের কর্মকাণ্ড 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
জমে উঠেছে চিরকুমারদের কর্মকাণ্ড 

প্রচার শুরুর আগ থেকেই আলোচনায় ছিল মারজুক রাসেল অভিনীত ‘চিরকুমার-চিকু সংঘ’ নাটকটি। গেল ১ নভেম্বর প্রচার হয় নাটকটির প্রথম পর্ব।

দুই পর্ব প্রচারের পর থেকে নাটকটির সংলাপ, ও বিভিন্ন দৃশ্যের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

খোঁজ নিয়ে দেখা যায়, এনটিভিতে প্রচারিত অন্যান্য ধারাবাহিক ও একক নাটকগুলোর মধ্যে গত দুই সপ্তাহেই দর্শক ভিউয়ের দিক থেকেও জনপ্রিয়তার শীর্ষে আছে নাটকটি।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। নির্মাণসূত্রে জানা যায়, নাটকটিতে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্নি লুকে দেখা যাবে।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

ধারাবাহিকটি দেখা যাবে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।