ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন অভিনেত্রী দেবশ্রী রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
মা হারালেন অভিনেত্রী দেবশ্রী রায় আরতি রায়-দেবশ্রী রায়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় আর নেই। মঙ্গলবার (০৮ নভেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন আরতি রায়। শেষ কয়েক মাস দেবশ্রী রায়ের দিদির কাছেই ছিলেন তিনি। সেখানেই মারা যান, যদিও মারা যাওয়ার সময় তিন মেয়েকেই পাশে পেয়েছেন তিনি।

দেবশ্রী একাধিকবার জানিয়েছিলেন, মায়ের ইচ্ছাপূরণ করতেই তার অভিনয়ের দুনিয়ায় আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে, শুটে নিয়ে যাওয়া সবই করতেন মা আরতি।

কলকাতার এক সংবাদমাধ্যমকে দেবশ্রী জানান, বুঝতেই পারলাম না মা কখন চলে গেলেন। মায়ের জন্যই তো আমার অভিনেত্রী হওয়া। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া বিশেষ কোন রোগ ছিল না। তবে শেষ সময়ে তিন মেয়েকেই পাশে পেয়েছেন, তাই খুব শান্তিতেই চলে গিয়েছেন তিনি। ’

চলতি বছরের আগস্ট মাসে গুরুতর চোট পেয়েছিলেন আরতি রায়। সেসময় থেকেই বড় মেয়ের কাছেই ছিলেন আরতি রায়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।