ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খানের বাড়িতে হামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
শাকিব খানের বাড়িতে হামলা সুপারস্টার শাকিব খান

ঢাকা: ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পুবাইলের বাড়িতে হামলা হয়েছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন, বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।

তিনি বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেয় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর পাঠায়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, হামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। গুরুত্বের সঙ্গে দেখছি বিষয়টি।

প্রসঙ্গত, ওই বাড়িতে এসি, জেনারেটরসহ অনেক মূল্যবান আসবাব রয়েছে। বাড়িটি শ্যুটিংয়ের কাজেও ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।