ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্মিত হবে ‘ট্রিপল আর টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
নির্মিত হবে ‘ট্রিপল আর টু’ রাম চরণ-জুনিয়র এনটিআর

এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু দনামে দুই বীর যোদ্ধাকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প।

চরিত্র দুটিতে অভিনয় করেন জুনিয়র এনটিআর ও  রাম চরণ। পাশাপাশি বিশেষ চরিত্রে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগণও।

চলতি বছরের মার্চের ২৫ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

অক্টোবরের ২২ তারিখ জাপানে মুক্তি পেয়েছে ‘ট্রিপল আর’। সিনেমাটির মুক্তি উপলক্ষে জাপানে গিয়েছেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণসহ সিনেমার টিম। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজামৌলি। এসময় সিক্যুয়েল নির্মাণের খবর দেন তিনি।

এস এস রাজামৌলি বলেন, ‘আমার সব চিত্রনাট্য বাবা (বিজয়েন্দ্র প্রসাদ) লেখেন। আপাতত ‘ট্রিপল আর’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ করছেন তিনি। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। ‘ট্রিপল আর টু’ সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে।  

তবে সিনেমাটির অভিনেতা বা শুটিংয়ের বিষয়ে কিছু জানাননি এই নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।