ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের বাড়িতে হীরার নেমপ্লেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
শাহরুখের বাড়িতে হীরার নেমপ্লেট

বলিউড বাদশা যার খেতাব তিনি শাহরুখ খান। যার জীবন যাপনেও রয়েছে বাদশাহী ছাপ।

তার বিলাস বহুল বাংলো ‘মান্নাত’ই এর বড় উদাহরণ। মুম্বাইয়ের প্রাসাদোপম ‘মান্নাত’-এ যুক্ত হলো নতুন পালক।

শাহরুখ তার বাড়ির জন্য তৈরি করেছেন হীরার নেমপ্লেট (নামফলক)। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিকমাধ্যমে ‘মান্নাত’র হীরার নতুন নামফলকের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। মুহূর্তেই সে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। শাহরুখ অনুরাগীরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

চলতি বছরের শুরুতেও ‘মান্নাত’র নামফলক পরিবর্তন করেছিলেন শাহরুখ। সেসময় কিং খানের বাড়ির হীরা খচিত নামফলকের একটি হীরা খসে যাওয়ায় সেটি সংস্কার করিয়েছিলেন তিনি।

‘মান্নাত’ লেখা ওই নামফলকটি ডিজাইন করা হয়েছিল কিং খানের স্ত্রী গৌরীর তত্ত্বাবধানে। প্রায় ২৫ লাখ রুপি খরচ করে ওই বিশেষ নামফলকটি বানানো হয়েছিল। বছর না যেতেই বাড়ির জন্য হীরা দিয়ে সম্পূর্ণ নতুন একটি নামফলক তৈরি করলেন এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।