ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো বিপাকে রাশমিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আবারো বিপাকে রাশমিকা! রাশমিকা মান্দানা

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার বিপদ যেন পিছু ছাড়ছে না। দক্ষিণী সিনেমায় জয় করে এসেছেন বলিউডে।

হিন্দি সিনে জগতে তার অবস্থান পাকাপাকি হচ্ছে আর এরই মধ্যে জটিলতায় পড়ছেন তিনি।

শোনা যাচ্ছে, যেই কন্নড় ইন্ডাস্ট্রি থেকে তার ক্যারিয়ার জীবন শুরু, সেখানেই তাকে নিষিদ্ধ করা হচ্ছে!

কিছুদিন আগেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাশমিকা। উপায় না দেখে দীর্ঘ স্ট্যাটাসে নিজের ভাবনার কথাগুলো জানান। ধারণা করা হয়ছিলো, তার এমন উপলব্ধি আর নমনীয় বক্তব্যের পর সমালোচনার ঝড় থামবে। কিন্তু ফের নিজেরই কারণে বিপাকে পড়লেন এই  অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রাশমিকা। সেখানে তিনি নিজের সিনে ক্যারিয়ারের প্রথম দিকের গল্প শেয়ার করেন। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিষেক হয়েছিলো তার। সিনেমাটির নাম বললেও সাক্ষাৎকারে তিনি ইচ্ছেকৃতভাবে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এড়িয়ে যান। যেটার নাম পারামাভ স্টুডিওস, এটির কর্ণধার রক্ষিত শেঠি, যিনি ‘কিরিক পার্টি’তে রাশমিকার নায়ক ছিলেন। শুধু তাই নয়, রাশমিকার সঙ্গে তার প্রেম ছিলো, এমনকি তারা বিয়ের জন্য বাগদানও করেছিলেন! কিন্তু কোনো কারণে সেই সম্পর্কে ইতি ঘটে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে রক্ষিত শেঠি ও তার প্রতিষ্ঠানের নাম এড়িয়ে যাওয়ার কারণেই তোপের মুখে পড়েছেন রাশমিকা। নেটিজেনদের কটাক্ষের মাঝে একটি টুইট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে শিগগিরই কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নিষিদ্ধ করা হতে পারে।

‘কৃতজ্ঞতাবোধের অভাব’র কারণে তাকে, এমনকি তার অন্য ভাষার সিনেমাও কর্ণাটকে নিষিদ্ধ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

যদি এমনটা সত্যি হয়, তাহলে দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় আয়োজনের দুটি সিনেমা বিপাকে পড়বে। এগুলো হলো আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ এবং থালাপতি বিজয়ের ‘ভারিসু’। দুটি সিনেমায় নায়িকা হিসেবে আছেন রাশমিকা।

এদিকে রাশমিকার হাতে বর্তমানে দুটি হিন্দি সিনেমার কাজও রয়েছে। এগুলো হলো ‘মিশন মজন’ ও ‘অ্যানিমেল’।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।