ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পটুয়াখালীতে ২টি শাপলাপাতা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পটুয়াখালীতে ২টি শাপলাপাতা মাছ জব্দ জব্দ শাপলাপাতা মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় দুইটি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। মাছ দুইটির ওজন ৫০০ কেজির মতো।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে শেখ জামাল সেতুর টোল প্লাজা অংশে সুগন্ধা পরিবহন থেকে মাছ দুইটি জব্দ করে নিজামপুর কোস্টগার্ড সদস্যরা। পরে মহিপুর বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে শাপলাপাতা মাছ দুইটি নিজামপুর কোস্টগার্ড স্টেশনে মাটিতে পুঁতে ফেলা হয়।  

নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ বেআইনি। যে সব অসাধু জেলেরা এসব মাছ ধরে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।