ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আমতলীতে বিক্রিকালে প্রশাসনের হস্তক্ষেপে টিয়াপাখি ও সাপ বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আমতলীতে বিক্রিকালে প্রশাসনের হস্তক্ষেপে টিয়াপাখি ও সাপ বনে অবমুক্ত

বরগুনা: বরগুনার আমতলীতে খাঁচায় আটক দুটি টিয়া পাখি এবং কুকুয়ার আমড়া গাছিয়া গ্রাম থেকে সাপুরের কাছ থেকে উদ্ধার করা চারটি সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এই প্রাণীগুলো বনে অবমুক্ত করা হয়।

জানা গেছে, পটুয়াখালী এনিম্যাল লাভারস টিমের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. ফিরোজ শেখ বুধবার দুপুরে আমতলী উপজেলার আমড়া গাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে সাপুড়ে জাহাঙ্গীরের বাড়ি থেকে বাক্সে আটক তিনটি পদ্ম গোখরা এবং একটি দাঁড়াশ সাপসহ জাহাঙ্গীরকে আটক করে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ১৮ (ক) ধারা অনুযায়ী যেকোনো বন্যপ্রাণী শিকার, ধরা, ক্রয়, বিক্রয়, জবর দখলে রাখা, এবং পাচার করা আইনত দণ্ডনীয় অপরাধের ধারা অনুযায়ী তার কাছ থেকে মুচলেকা রেখে সাপ চারটি বনে অবমুক্ত করেন। একই দিন সকাল ১০টায় আমতলীর বাজারে সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মো. লাল মিয়া নামে এক ব্যক্তি দুটি টিয়া পাখি বন থেকে আটক করে খাঁচায় বন্দি করে আমতলী বাজারের এনে দুই হাজার টাকায় বিক্রি করেন।  

খবর পেয়ে আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. ফিরোজ শেখ পাখি দুটিসহ ক্রেতাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী ক্রেতা মো. রাহাত হাওলাদারের কাছে থেকে মুচলেকা রেখে পাখি দুটি বনে অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।