পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে জেলেদের রাখা জালে পেঁচানো অবস্থায় একটি ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করে জাকির মুন্সি।
জাকির মুন্সি বলেন, স্থানীয়রাদের দেওয়া খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগকে জানিয়ে বলেশ্বর নদ সংলগ্ন মাঝের খাল এলাকায় একটি বনে সাপটি অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা জিয়া বলেন, অজগর উদ্ধারের বিষয়ে আমি কিছু জানি না। কেউ আমাকে জানায়নি। হয়ত রেঞ্জ কর্মকর্তাকে জানিয়ে থাকতে পারেন জাকির মুন্সি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এসআরএস