ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

নেলসন ম্যান্ডেলার জন্ম, ভিয়েতনামের জাতিসংঘের সদস্যপদ লাভ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
নেলসন ম্যান্ডেলার জন্ম, ভিয়েতনামের জাতিসংঘের সদস্যপদ লাভ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

•    ১৮ জুলাই ২০১৫, শনিবার। ৩ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ৮৭১ – ব্রিটেন  ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।


•    ১৯১৮ - অফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম। তিনি দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। ১৯৯৪ সাল থেকে  ১৯৯৯ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

•    ১৯৪৭ - ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
•    ১৯৬৬ - মানুষসহ 'জেমিন' নভোযান মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
•    ১৯৭৭ - ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।