ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

হুমায়ূন আহমেদের মৃত্যু, ডি এল রায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
হুমায়ূন আহমেদের মৃত্যু, ডি এল রায়ের জন্ম হুমায়ূন আহমেদ ও ডি এল রায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ বা আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৯ জুলাই ২০১৫, রবিবার । ৪ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ১৮৭০- প্রুশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
•    ১৮৬৩- বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্ম তার।
•    ১৯৪৭ - মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক অং সান মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ানমারে জাপানি বিমান হামলা চলাকালে তিনি মায়ানমারের প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন। ১৯৪৭ সালের ১৯ জুলাই মিয়ানমারের স্বাধীনতা-চুক্তি স্বাক্ষরের মাত্র ছয় মাস আগে আততায়ীর গুলিতে অং সান নিহত হন। তখন তিনি দেশটির অস্থায়ী সরকার প্রধান ছিলেন।
•    ১৯৪৯ - লাওস স্বাধীন হয়।
•    ১৯৭৯ - নিকারাগুয়ায় স্বৈর‍াচারী সামোজা সরকারের পতন ও বিপ্লবী সান্দিনিস্তা সরকার প্রতিষ্ঠিত।
•    ২০১২- বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার এবং চলচ্চিত্রকার ছিলেন।

তথ্যসূত্র:ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।