ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

সবচেয়ে উঁচু ও বড় বরফের ভাস্কর্য!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সবচেয়ে উঁচু ও বড় বরফের ভাস্কর্য!

ঢাকা: উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে বরফ দিয়ে তৈরি হয়েছে একটি বিরাট রাজপ্রাসাদ। বিশ্বের সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় বরফ ভাস্কর্যের রেকর্ড গড়তে ৫১ মিটার বা প্রায় একশো ৭০ ফুট দৈর্ঘ্যের বরফের প্রাসাদটি নির্মাণ করা হয়।



সান আইল্যান্ড ইন্টারন্যাশন্যাল স্নো আর্ট এক্সপোর তত্ত্বাবধায়নে নির্মিত বরফের প্রাসাদটি ১ জানুয়ারি (শুক্রবার) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


হেইলংজিয়াংয়ের প্রাদেশিক রাজধানী হারবিনে নির্মিত প্রাসাদটির গঠনে সমন্বয় ঘটেছে গোথিক ও ব্যারোক স্থাপত্য স্টাইল।
‘ক্রাউন অব আইস অ্যান্ড স্নো’ নামের প্রাসাদটি সান দ্বীপের বরফ হ্রদের উপর দুই হাজার আটশো বর্গফুট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে।


একশো ৬০ জনেরও বেশি শিল্পী ৩৫ হাজারেরও বেশি বরফের চতুর্ভূজ আকৃতির ব্লক বসিয়ে প্রাসাদটি নির্মাণ করেছে। জানান সান আইল্যান্ড স্নো এক্সপোর চিফ ডিজাইনার ইয়াং হংওয়েই।

শুধু এবারই নয়, প্রতি শীতে তুষারভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হ‍ারবিন হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে বলেও উল্লেখ করেন হংওয়েই।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।