ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

৪ লাখ বোতলে তৈরি ‘দ্য স্টারি নাইট’!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
৪ লাখ বোতলে তৈরি ‘দ্য স্টারি নাইট’!

ঢাকা: বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগ তার অন্যতম সেরা পেইন্টিং ‘দ্য স্টারি নাইট’ এঁকেছিলেন তুলির আঁচড়ে। সম্প্রতি ভ্যান গগের স্টারি নাইটের অনুরূপ একটি চিত্র ফুটে উঠেছে তাইওয়ানের কিলাংয়ের একটি পার্কে।



তবে এবার ছবিটি ক্যানভাসে নয়, স্টারি নাইট ঝলমল করছে পার্কের সবুজ প্রান্তরে।
পার্কের ৪৩ হাজার বর্গফুট জায়গার উপর বিখ্যাত এ চিত্রকর্মটি নির্মিত হয়েছে চার লাখ প্লাস্টিকের বোতল দিয়ে।

সমগ্র তাইওয়ান থেকে সংগ্রহ করা বোতলগুলো ব্যবহারের আগে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নেওয়‍া হয়।
দ্য স্টারি নাইট চিত্রটির রেপ্লিকা তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয়মাস।

কিলাং পার্কের প্রতিষ্ঠাতা চেন চেন ফেং জানান, ভ্যান গগের ‘স্টারি নাইটের’ অনুরূপ এ আটওয়ার্ক তৈরির কারণ পরিবেশ রক্ষা ও শিল্প প্রচারের  গুরুত্বের ওপর জোর দিতে সবাইকে আহ্বান করা।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।