ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

শীত-কুয়াশার মাঝরাত্তির...

সাজেদ‍া সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
শীত-কুয়াশার মাঝরাত্তির... ছবি: মাহমুদ পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘রাজধানীতে এবার শীত নেই’- বলে হাহাকার করছেন যারা, তাদেরকে মাঝরাতের আমন্ত্রণ। ফিনফিনে ঠাণ্ডা হাওয়ায় কনকনে শীত উপভোগ করতে এটাই হবে সেরা সময়।



তবে ভাগ্যের ফেরে শীতটা সবার জন্য উপভোগ্য হয় না। কারও কারও জন্য ভোগান্তিরও। গৃহহীন, কর্মজীবীসহ অনেকেই আছেন এ দলে।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) মাঝরাতে রাজধানী ঘুরে পাঠকদের জন্য শীত-কুয়াশার ছবি এনেছেন বাংলানিউজের ফটো-করেসপন্ডেন্ট মাহমুদ হোসেন পিয়াস।
 
কুয়াশার রাতে ফ্লাইট থাকে না সেভাবে। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ফাঁকা। তবে যথারীতি কাজে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
আর ২৫শ ট্রলি ঠেলে জায়গামতো রাখছেন অন্য কয়েকজন।    
ঢাকা বিমান বন্দর স্টেশনের কাছেই আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টায় ক’জন গৃহহীন।  

বেশ আলোকোজ্জ্বল পাওয়া গেল হাজী ক্যাম্পের কাছের রেস্টুরেন্ট- মক্কা, মদীনা, হাজী। তেহারি, পরোটাসহ বিভিন্ন খাবার রেখে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা চলছে।
আশেপাশে বিভিন্ন জায়গার কর্তব্যরত পুলিশ সদস্যরা খেতে এসেছেন এখানে। দু’জন কয়েদীও রয়েছে সঙ্গে।  
 বিমান বন্দর স্টেশনে ঠান্ডা মেঝেতে বা আসনে চাদর মুড়ে ঘুমানোর চেষ্টা করছেন ক’জন গৃহহীন।  
ট্রেনের শিডিউল বিপর্যয়ে স্টেশনেই শীতে কাঁপছেন যাত্রীরা।    
 
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসকেএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।