ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ওজন কমাতে আরমাডিলোর ডায়েট চার্ট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ওজন কমাতে আরমাডিলোর ডায়েট চার্ট!

ঢাকা: নাদুস-নুদুস আরমাডিলোটির নাম গ্রেটেল। গত ক্রিসমাসে তার ওজন বড্ড বেড়ে গেছে।

বাড়তি ওজন কমাতে গ্রেটেলকে তাই রাখা হয়েছে শক্তপোক্ত ডায়েট চার্ট আর ব্যায়ামের মধ্যে।

গ্রেটেল গত বছর ফেব্রুয়ারিতে ইস্ট সাসেক্সের ড্রসিলাস পার্কে স্থানান্তরিত হয়। ক্রিসমাস পরবর্তী সময়ে বিন্দাস খাওয়া-দাওয়‍া করে আগের তুলনায় মুটিয়ে গেছে অনেক। গ্রেটেলকে সঠিক ওজনে পৌঁছাতে এখনও কমাতে হবে অর্ধ কিলোগ্রাম ওজন।


আরমাডিলোদের সাধারণত তৃণভূমি, বন-জঙ্গল ও দক্ষিণ আমেরিকার সাভানাতে দেখা যায়। এদের বহিরাবরণ হাড় ও শক্ত টিস্যু দিয়ে গঠিত। সুখাদ্য হিসেবে এরা কৃমি, ডিম, ভাত, সবজি, পঙ্গপাল ইত্যাদিকে বেছে নেয়।

ওয়াইল্ডলাইফ পার্কের প্রধান রক্ষক মার্ক কেনওয়ার্ড প্রাণীদের প্রয়োজনীয় খাদ্য পরিকল্পনা নিয়ন্ত্রণ করেন। গ্রেটেলের ডায়েট মেন্যুতে তিনি চর্বি প্রতিরোধকারী খাবারগুলোকে রেখেছেন। পাশাপাশি শরীরচর্চ‍া তো রয়েছেই।


মার্ক জানান, গ্রেটেল খেতে ভালোবাসে। তার ওজনও খুব দ্রুত বাড়ে। ডায়েট রুটিন মেনে চললেও গ্রেটেলের ওজন আরও পাঁচশো গ্রাম কমাতে হবে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।