ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

চীনে অত্যাধুনিক পান্ডা রিসাইকেল বিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
চীনে অত্যাধুনিক পান্ডা রিসাইকেল বিন

ঢাকা: হাজার হাজার পান্ডায় ছেয়ে গেছে চীনের সাংঘাইয়ের জিঙ আন। পান্ডাগুলো মোটেও কোনো খেলনা বা শোপিস নয়।

এগুলো অত্যাধুনিক রিসাইকেল বিন।

স্থানীয় জনগণ যেনো তাদের অপ্রয়োজনীয় কাপড় ফেলতে পারে সেজন্যই এ ব্যবস্থা। শুধু অপ্রোজনীয় কাপড় ফেলা নয়, এটি একটি দরিদ্রসেবা ও পরিবেশরক্ষামূলক পরিকল্পনারও অংশ।


প্রতিটি পান্ডায় রয়েছে একটি করে ইনফ্রা সেন্সর। বিনটি প্রায় পরিপূর্ণ হয়ে এলে এই সেন্সর অ্যালার্ট দেবে। মানে বিনে ৭০ শতাংশ কাপড় জমা হলে বিনটি ‘অলমোস্ট ফুল’ সংকেত দেবে।

নোটিফিকেশন পাওয়া মাত্র চুক্তিবদ্ধ ডেলিভারি কোম্পানি অবিলম্বে বিনটি খালি করে দেবে।  


চীনের এ পরিকল্পনার অন্যতম একজন উদ্যোক্তা ঝাং ইমিং। তিনি জানান, অকর্ষণীয় এ পান্ডাগুলো মানুষকে দানশীল হতে ও পরিবেশ রক্ষায় সচেতন হতে সাহায্য করবে।

গত বছর সর্বমোট এক হাজার আবাসিক এল‍াকায় পান্ডা রিসাইকেল বিন দেওয়া হয়। সেখান থেকে দুই ল‍াখ ৪০ হাজার পরিবার তাদের ফেলে দেওয়া কাপড় পান্ডা বিনে দিয়েছেন। জানান ঝাং।  
 

এ বছর পরিকল্পনাটি বিগত বছরের চেয়ে বেশি সাড়া পাবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

ঝাং জানান, রিসাইকেল বিন থেকে পাওয়া এসব কাপড় ধুয়ে ও জীবাণুম‍ুক্ত করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।
 
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।