ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

আমাকে ছেড়ে যেও না মা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আমাকে ছেড়ে যেও না মা!

ঢাকা: আম গাছের ছায়ায় পড়ে রয়েছে একটি স্ত্রী ক্যাঙ্গারুর মরদেহ। তার চিবুক ধরে দাঁড়িয়ে পুরুষ ক্যাঙ্গারুটি।

জ্বলজ্বলে চোখে মায়ের স্থবির মুখে তাকিয়ে ছোট্ট শাবকটি। অব্যক্ত কণ্ঠে যেনো সে বলছে, আমাকে ছেড়ে যেও না মা!

ক্যাঙ্গারু পরিবারের প্রিয় সদস্য বিয়োগান্তের এ মুহূর্তটি নিঃসন্দেহে ছিলো আবেগঘন।

ইভান সুইতজার কুইন্সল্যান্ডের ফ্রেজার দ্বীপে এ দৃশ্যটি দেখেন। গত সোমবার (১১ জানুয়ারি) উপকূলবর্তী শহর রিভার হেডসে হাঁটতে বের হয়ে তিনি হৃদয়স্পর্শী ঘটনাটি দেখেন।

দেখলাম পুরুষ ক্যাঙ্গারুটি স্ত্রী ক্যাঙ্গারুকে তুলে নিলো। তাকে জাগানোর চেষ্টা করছিলো। পুরুষ ক্যাঙ্গারুটির অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো, সে বিশ্বাস করতে পারছে না তার সঙ্গিনী আর বেঁচে নেই। জানান সুইতজার।

মৃত ক্যাঙ্গারুটিকে বাহুতে জড়িয়ে দাঁড় করানোরও চেষ্টা করছিলো পুরুষ ক্যাঙ্গারুটি। কিন্তু স্ত্রী ক্যাঙ্গারু মাটিতে পড়ে যায়।

তবুও সঙ্গিনীর পাশে দাঁড়িয়ে ছিলো সে। পাশে দাঁড়ানো ছোট্ট ক্যাঙ্গারুটিও ছুঁয়ে ছিলো মা’র হাত।


আলোকচিত্রী সুইতজার হেঁটে যাওয়ার সময় অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু কী করে মা ক্যাঙ্গারুটির মৃত্যু হলো তা বোঝা যায়নি। তার শরীরে দৃশ্যমান কোনো ক্ষত দেখা যায়নি। জানান সুইতজার।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।