ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

টাইটানোসরের ডিজিটাল ফসিল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টাইটানোসরের ডিজিটাল ফসিল!

ঢাকা: টাইটানোসর পৃথিবীর বড় বড় ডাইনোসর প্রজাতির মধ্যে একটি। সম্প্রতি নিউইয়র্কের অ‍ামেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ ডায়ানোসরের একটি নমুনা ডিসপ্লে করা হয়েছে।



জাদুঘরে ডাইনোসরটির কঙ্কাল স্থায়ীভাবে থাকবে বলে জানা যায়।

নতুন এ ডাইনোসরটির কঙ্কাল একশো ২২ ফুট (৩৭ মিটার) লম্বা। ফসিল কক্ষে রাখার জন্য অ‍াকারে একটু বেশিই বড় ডাইনোসরটি।

গলা সোজা রাখলে ডাইনোসরটি পাঁচতলা ভবনের মতো উঁচু হবে বলে জানায় জাদুঘর কর্তৃপক্ষ।


টাইটানোসর পরিবারভুক্ত ডাইনোসরটির ওজন ৭০ টন। যা কিনা ১০টি আফ্রিকান হাতির সমান। ২০১৪ সালে আর্জেন্টিনার পাতাগোনিয়ার জীবাশ্মবিদরা এ প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেন।

তবে যে কঙ্কালটি ডিসপ্লে করা হয়েছে তা সত্যিকারের ফসিল নয়।


ফাইবার গ্লাসে তৈরি থ্রিডি প্রিন্টেড অস্থি দিয়ে ডাইনোসরটি বানানো হয়েছে।

ছয়মাস সময় নিয়ে বানানো টাইটানোসর ডাইনোসরের নমুনাটি বাস্তব ফসিলের হুবহু ডিজিটাল কপি বলা যেতে পারে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।