ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

বিশ্বের প্রথম হারবাল ক্যাফে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বিশ্বের প্রথম হারবাল ক্যাফে

ঢাকা: কফির অনেক রকমফের রয়েছে। চাইলে পছন্দমতো বিভিন্ন ফ্লেভারও মেশানোও যায় কফিতে।

তবে কফির সঙ্গে হারবাল কফির কথা বোধহয় কেউ শোনেননি, ভাবেনওনি।

চীনের হাংঝুরে নতুন একটি ক্যাফে চালু হয়েছে। যেখানে কফির সঙ্গে ভেষজ উপরকণ মেশানো হয়।

হার্বস এক্সপ্রেসো নামে ক্যাফেতে রয়েছে ২০টি আলাদা ধরনের হারবাল কফি।
 
এখানে কফি মেশিনের মাধ্যমে ভেষজ উপাদানের নির্যাস বের করা হয়। তারপর কফিতে তা যোগ করে পরিবেশন করা হয়।

হারবাল কফি তৈরির আইডিয়াটির পেছনে রয়েছে হু কিং ইউ তাং ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

১৮৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কোম্পানিটি বর্তমানে চীনের একমাত্র মেডিসিন জাদুঘর।

হারবাল কফির উপকারিতাও রয়েছে। এটি ওজন কমানো থেকে শুরু করে স্নায়ুর শিথিলতা পর্যন্ত বিভিন্ন রোগের উপশম করে।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএমএন/এসএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।