ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক! ছবি: সংগৃহীত

ঢাকা: সড়কে দ‍ুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু বিশ্বে এমন কিছু সড়ক রয়েছে যা প্রাণহানির আশঙ্কা রয়েছে জেনেই তৈরি।



বিশ্বের এসব ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ সড়ককে এক কথায় বলা যায়- নরকে পৌঁছানোর সত্যিকারের হাইওয়ে! যা গত কয়েক বছরে কেড়ে নিয়েছে অনেক প্রাণ।


dangerousroads.org এর মতে, এমন ঝুঁকিপূর্ণ সড়কের শীর্ষে রয়েছে তুরস্ক। সোগানলি পর্বতের এক হাজার আটশো ২৮ মিটার উঁচুতে অবস্থিত বেবার্ট ডি৯১৬ সড়কটি ৬৬ মাইল লম্বা। এর ২৯টি ঝুঁকিপূর্ণ মোড় রয়েছে।


দুঃসাহসিক অভিযানে যেতে আগ্রহীদের উস্কে দিকে চীনও সমানতালে পাহাড়ি সড়ক তৈরি করেছে।

কেন্দ্রীয় চীনের হুবেই প্রদেশের এনশি পর্বতের উপর সড়কটি ২.৭ মাইলেরও বেশি লম্বা। রাস্তাটি সুন্দরভাবে পর্বতের কিনার ঘেঁষে কাটা হয়েছে।


পিপল’স ডেইলি অনলাইনের একটি রিপোর্টে জানা যায়, ধারণা করা হয় স্থানীয় গ্রামবাসী সড়কটি এখন থেকে ৩০ বছর আগে কেটেছে।
আরও একটি আঁকাবাঁকা সড়ক গতবছর সাড়া ফেলেছিলো। এটিও চীনে।


চীনের দক্ষিণ-পশ্চিম শহর চংকিংয়ের পর্বতগাত্রে পাঁচ হাজার সাতশো ৫৭ মিটার লম্বা একটি সড়ক রয়েছে যার ৪৫টি মোড় রয়েছে।
তো হাঁটুতে দম আছে তো এসব সড়ক পাড়ি দেওয়ার!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।