ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

‘পিয়ানিস্ট’ কুকুর! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
‘পিয়ানিস্ট’ কুকুর! (ভিডিওসহ)

ঢাকা: প্রভুভক্তি আর বিশ্বস্ততার জন্য যে প্রাণীটির নাম সবার আগে উচ্চারিত হয়, তা হলো কুকুর। আর এ কারণে অনেকেই কুকুর পুষে থাকেন।

বাড়ি পাহারা, প্রভুর নিরাপত্তা বিধানসহ কখনো কখনো এ প্রাণী বিনোদনদাতা রূপেও দেখা দেয়।

অনেকে তো শখের কুকুরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেন। বাজারের ব্যাগ বহন, ভলিবল খেলা থেকে শুরু করে অনেক কিছুতেই পারদর্শী করে তোলেন পোষা প্রাণীটিকে। কিন্তু পিয়ানো বাজানোয় পারদর্শী কুকুরের দেখা এবারই প্রথম মিলল। তাও আবার একটা কুকুর নয়। বেশ কয়েকটি কুকুরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওগুলোয় দেখা যায়, সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো পিয়ানো বাজাচ্ছে। শুধু তাই নয়, বাজানোর সময় রীতিমতো নিজেদের ভাষায় গানও গাইছে তারা।

যদিও এই কুকুরগুলোর নাম বা মালিক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।