ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

অস্ট্রেলিয়ার হ্রদে এ কোন প্রাণী!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
অস্ট্রেলিয়ার হ্রদে এ কোন প্রাণী!

ঢাকা: গভীর সমুদ্রের বিদঘুঁটে এ প্রাণীটি দেখতে কুমির আর সাপের মিলিতরূপ। ঢেউয়ে মৃতাবস্থায় অস্ট্রেলিয়ার এক হ্রদের তীরে ভেসে উঠেছে রহস্যময় এ প্রাণীটি।



ইথান টিপার অদ্ভুত এ প্রাণীর ছবি তুলেছেন নিউ সাউথ ওয়েলসের ম্যাককুরি হ্রদ থেকে। কেউ এ প্রাণীটকে শনাক্ত করতে পারেন কিনা তা জানার জন্যই তিনি অনলাইনে এ ছবিগুলো পোস্ট করেন।


সোশ্যাল মিডিয়াতে ছবি দেখে অনেকে বলেছেন এটি বড় হেয়ারটেইল হতে পারে। হেয়ারটেইল কাটলাসফিশ পরিবারভুক্ত। অন্যদিকে বাকিরা বলেছেন, ছবিটি ফটোশপে তৈরি।

কিন্তু অস্ট্রেলিয়ান মিউজিয়ামের মৎস্য সংগ্রাহক মার্ক ম্যাকগ্রাউদার ডেইলি মেইলকে জানান, তার ধারণা এটি একটি বাইনমাছ গোত্রের মাছ (pike eel)। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের গভীর জলের স্থানীয় প্রজাতি এরা।


আমার ধারণা এটি জেলেদের জালে ধরা পড়েছিলো, পরে জেলেরা এটিকে ফেলে দেয়। জানান মার্ক।

বাইনমাছের শরীর লম্বাটে হয়। লম্বায় এরা বাড়ে ছয় ফুট পর্যন্ত। দীর্ঘ সরু মুখের প্রাগৈতিহাসিক প্রাণীর স্বরূপ মাছটির দাঁত সুতীক্ষ্ণ। নিশাচর এ ম‍াছটি খাবার শিকার করতে জলের একশো মিটার গভীর পর্যন্ত যায়। এদের খাদ্যতালিকায় রয়েছে- মাছ ও শক্ত আবরণযুক্ত সামুদ্রিক প্রাণী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।