ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

জল-স্থলের শ্বাসরুদ্ধকর ১৫ ছবি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জল-স্থলের শ্বাসরুদ্ধকর ১৫ ছবি

ঢাকা: কেউ স্থলের ছবি তোলেন, কেউ জলের নিচের ছবি। আবার অনেকেই জল-স্থল উভয় মিলিয়ে তোলেন ছবি।

এক ছবিতেই মেলে জলের নিজের জগত আর স্থলভাগের মনোরম দৃশ্য।
 
জনপ্রিয় একটি রিক্রিয়েশন ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এমন অনেকগুলো ছবি। দেখে নেওয়া যাক।

নীলাভ ফাইসেলিয়া ফাইসেলিস। আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরে এদের বসবাস।

বরফজলে মুখ ডুবিয়ে ছোট্ট সিলছানা।

জলের ওপর দাঁড়িয়ে জেলে আর জলের নিচে ছুটে চলা সারি সারি মাছ।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ বোরা বোরা। ক্যামেরার দিকে কৌতুহলী দৃষ্টিতে তাকিয়ে বাদামি কচ্ছপ।

সন্ধ্যায় সাগরতলে রূপালি বাতি দিলো জেলিফিশ।

অপ্রত্যাশিতভাবে জলের নিচে ইগুয়ানার সঙ্গে দেখা। রকেটগতিতে ছুটছে সবুজ ইগুয়ানাটি।

নৌকার যাত্রীরা কি জানেন, তাদের খানিক নিচেই ওঁত পেতে বসে দানবদেহী তিমি!

স্থল আর জলের স্বাভাবিক জীবন। কাছাকাছি তবে ভিন্নতর।

থাইল্যান্ডের পোডা দ্বীপের জলজ জীবন।

হাতিটির নাম রজন। অর্ধেক জলে নেমে স্নানরত।

সেলফিপ্রেমীদের কাছে ছবিটি জনপ্রিয়তা পাবে নিশ্চিত!

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালেডোনিয়াতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ শিকার।

অন্ধকার জলে শান্ত হাঙর।

ছবিটি দেখে হঠাৎ অনেকেই হয়তো বুঝবেন না। একটি ‍মাছরাঙা ঝঁপাৎ করে মাছ ধরেছে। সেও জলেই আটকা পড়ে গেলো।

এক্ষুণি বুঝি ডায়ানোসরটা মাথাচাড়া দিয়ে উঠবে। না না, ভুল হলো, এক্ষুণি কুমিরটি জল ফুঁড়ে বেরিয়ে আসবে। জায়গাটি কিউবার দক্ষিণাংশ- জার্ডিনস ডে লা রেইনা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।