ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

সিংহের লোমহর্ষক শিকার (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সিংহের লোমহর্ষক শিকার (ভিডিওসহ)

ঢাকা: প্রাণী রহস্যে ঘেরা দক্ষিণ আফ্রিকার ক্রগার পার্ক। এখানে ঘুরতে আসা পর্যটকরা তাদের অভিজ্ঞাতার ঝুলি ভরে নিয়ে যান লোমহর্ষক নানান ঘটনা।



সম্প্রতি ক্রুগার ন্যাশনাল পার্কে গিয়ে কয়েকজন পর্যটকদের হয়েছে নতুন অভিজ্ঞত‍া।

রাস্তার দু’ধারে তৃণভূমি আর বন। সহসা সিংহের তাড়া খেয়ে বন থেকে বেরিয়ে এলো দুই মহিষ।

একটি অন্যদিকের বনে ছুটে পালালেও অন্যটি পড়ে যায় সিংহের খপ্পরে।

পরবর্তীতে দৌড় দিয়েও বাঁচ‍াতে পারেনি নিজেকে। দু’টো সিংহ মিলে তাকে টেনে রাস্তার উপর ফেলে দেয়।

এগিয়ে এসে আঁচড়ে দেয় আরও দুই সিংহ। পর্যটকের গাড়ির মাত্র কয়েক ফুট দূরত্বে এভাবেই চলে সিংহদলের সফল শিকার।

দৃশ্যটি দূর থেকে ভিডিও করেন মার্টিন লঙ্গি। শিকার শেষে চার সিংহ এগিয়ে আসে ক্যামেরার দিকে। স্বাভাবিকভাবেই ভয় ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।

তবে মার্টিন হিংস্রতা এড়াতে বাকিদের অনড় থাকতে বলেন। একসময় সিংহরা চলে যায় যে যার গন্তব্যে।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।