ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বরেণ্য কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বরেণ্য কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১০ মার্চ ২০১৬, মঙ্গলবার। ২৭ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৫৮৫- সম্রাট আকবরের ফরমান জারি: আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।
•     ১৬২৪ - ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
•     ১৮০১ - প্রথম ব্রিটিশ আদমশুমারি শুরু।
•     ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার নতুন আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা পাঠান।
•     ১৯০৭ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
•     ১৯৩৪ - ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
•     ১৯৪২ - জাপানিজরা রেঙ্গুন দখল করে।
•     ১৯৪৫ - যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে।
•     ১৯৫৬ - বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে প্লেন চালান।
•     ১৯৬৯ - মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের দণ্ড দেন।
•     ১৯৭১ - ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক জয়লাভ করে।
•     ১৯৯৩ - মিশরে মৌলবাদ দমন অভিযান।

জন্ম
•     ১৯৩৬ - ফিফার ৮ম প্রেসিডেন্ট (বর্তমান) সেপ ব্ল্যাটার।
•     ১৯৫৭ - আল কায়দা সংগঠনের প্রতিষ্ঠ‍াতা ওসামা বিন ল‍াদেন।

মৃত্যু
•     ১৯৮০- গল্পকার সুবোধ ঘোষ। ত্রিশ দশকের শেষের দিকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী, পরবর্তীতে সিনিয়র অ্যাসিসট্যান্ট এডিটর ছিলেন। সুবোধ ঘোষের বিখ্যাত ছোটগল্প জতুগৃহ অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র।
•     ১৯৮৩ - বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক ও ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান। দেশ বিভাগের পূর্বে আতিকুজ্জামান খান কলকাতার স্টেটসম্যান, অমৃতবাজার, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড, স্টার অব ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। দেশ বিভাগের পর তিনি ঢাকায় এসে মর্নিং নিউজ ও পরবর্তীতে অবজারভার পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের রিডার ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বেতার কেন্দ্রের সাবেক সংবাদ বিশ্লেষক এবং ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান সত্তর দশকের শেষের দিকে তিনি কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
•     ২০০৩- বিশিষ্ট সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন। তিনি উচ্চাঙ্গসঙ্গীত,  নজরুলসঙ্গীত, অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গানে বিশেষ পারদর্শী ছিলেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।