ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

সিংহের সঙ্গে বন্ধুত্ব

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
সিংহের সঙ্গে বন্ধুত্ব

ঢাকা: থাবা তোলা সিংহের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের ঠিক থাকতে পারার কথা নয়। এদিক থেকে বিশ্বখ্যাত লায়ন হুইসপারার কেভিন রিচার্ডসনের কথা ভিন্ন।

সব নিয়ম বর্জন করেই তিনি বন্ধুত্ব গড়েছেন বনের রাজা সিংহের সঙ্গে।

বিস্ময়কর এ সিরিজের ছবিগুলোতে দেখা যাবে আফ্রিকান জায়ান্ট লায়নের সঙ্গে কেভিনের আদরমাখা সহজ সম্পর্কের প্রতিচ্ছবি।

আফ্রিকান বিগ ক্যাট আর কেভিনের জুটি বর্তমানে মার্সিডিজ-বেঞ্জ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইংয়ের তারকা বনে গেছে।

সিরিজের সবগুলো ছবিই নজরে পড়ার মতো। একটি ছবি দেখে মনে হচ্ছে, বুনোদৃষ্টির পুরুষ সিংহটি কেভিনকে আক্রমণ করতে যাচ্ছে। কিন্তু আসলে তারা স্বাভাবিকভাবেই খেলছিলো।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দু’টো বড় সিংহ জড়িয়ে রয়েছে সিংহপ্রেমীকে।

জাদুকরী ছবিগুলো তুলেছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আদ্রিয়ান স্টেইর্ন। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় কেভিনের বন্যপ্রাণী অভয়ারণ্যে ছবিগুলো তোলা হয়।

এ প্রজেক্টের উদ্দেশ্য, এমন একটি ছবি তোলা যা ‘ভবিষ্যত প্রজন্মের জন্য কি আমরা কোনো উত্তরাধিকার রাখছি?’ এ বার্তা দিতে পারে।

ছবি তোল‍ার এক পর্যায়ে একটি সিংহ আলোকচিত্রী আদ্রিয়ানের গাড়ির ওপর লাফিয়ে ওঠে। গাড়ির ভেতর থেকেই ক্যামেরায় টপাটপ ক্লিক করেন তিনি।

আদ্রিয়ান জানান, দুই টন গাড়ির কড়কড় শব্দ আর কাচের ওপাশ থেকে সিংহের দাঁত দেখতে পারা দুর্লভ অভিজ্ঞতা।

তারা যে কী পরিমাণ শক্তিশালী, তা ওদের গাড়িতে লাফিয়ে ওঠা দেখেই বোঝা যায়, জানান তিনি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।