ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় ধর্মঘট

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় ধর্মঘট

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ মার্চ ২০১৬, বুধবার। ২৮ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৩৯৯ - তৈমুর লং সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।
•     ১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয়।
•     ১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।
•     ১৮২৩ - আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।
•     ১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
•     ১৯১৭ - ব্রিটিশ বাহিনীর বাগদাদ দখল।
•     ১৯১৮ - মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।
•     ১৯৩৫ - ব্যাংক অব কানাডা চালু হয়।
•     ১৯৩৮ - জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
•     ১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
•     ১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত।
•    ১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত।
•     ১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
•     ২০০০ - ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।
•     ২০১৫ - মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত।

জন্ম
•     ১৮৪০- দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একইসঙ্গে ছিলেন কবি ও গীতিকার। জীবনের শেষ কুড়ি বছর দ্বিজেন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রকৃতির সাহচর্যে জ্ঞানচর্চা ও লেখালিখির মাধ্যমে পার করেন।

মৃত্যু
•     ১৯১৯ - বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে তিনি করেন এক নতুন হাস্যরসের প্রবর্তন। ডমরু চরিত এবং কঙ্কাবতী তার বিখ্যাত রচনা। তার কঙ্কাবতী উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, ‘এইরূপ অদ্ভুত রূপকথা ভালো করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ। এতদিন পরে বাঙলায় এমন লেখকের অভ্যুদয়। যাঁহার লেখা আমাদের দেশের বালক বালিকাদের এবং তাঁদের পিতামাতার মনোরঞ্জন করিতে পারিবে। ’

•     ১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। তিনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক।
•     ১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম। বাংলা ভাষা আন্দোলনের স্থপতি ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা আবুল কাশেম বাংলায় ৪০টি পাঠ্য পুস্তক রচনা করেন এবং বাংলা একাডেমি, আর্ট কলেজ, ইসলামিক ফাউন্ডেশন, সিটি কলেজসহ প্রায় অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।