ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

কুকুরের সঙ্গেই বেশি কথা, বেশি সময়, বেশি বেশি ছবি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
কুকুরের সঙ্গেই বেশি কথা, বেশি সময়, বেশি বেশি ছবি! ছবি: সংগৃহীত

খবর বেরিয়েছে যুক্তরাজ্যে যারা কুকুর পোষেন তাদের প্রায় অর্ধেকই নিজের প্রিয়জনের চেয়ে কুকুরটির সঙ্গেই বেশি সময় কথা বলে কাটান। এ তথ্য গবেষণাভিত্তিক।



দুই পঞ্চমাংশের বেশি (৪১ শতাংশ) ব্রিটিশ স্বীকার করেছেন তাদের প্রিয় মানুষগুলোর চেয়ে এই চতুষ্পদ প্রাণীর সঙ্গে কথা বলেই বেশি সময় কাটে। আর ৪০ শতাংশই বলেছেন, তারা তাদের গভীর কোনো দুঃখ, কষ্ট কিংবা গোপন কথাটি কুকুকের সঙ্গেই শেয়ার করেন, আর কারো সঙ্গে নয়।

গবেষণায় দেখা গেছে মালিকেরা তাদের পোষা কুকুরগুলোর সঙ্গে গড়ে দিন ৪৭ মিনিট করে সময় কাটান। আর কেবল তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে যতটা তার চেয়ে অনেক বেশি তাদের ছবি থাকে কুকুরের সঙ্গে। বলা হয়েছে স্ত্রী, বন্ধু, সন্তানদের মিলিয়ে যত ছবি, একেকজন কুকুর মালিকের তার চেয়ে অনেক বেশি ছবি থাকে কুকুরের সঙ্গে। আর কুকুরের ছবি তোলার হারতো আরও অনেক বেশি। গড়ে প্রতি ব্রিটিশ সপ্তাহে তার কুকুরটির অন্তত ৬টি ছবি তোলেন।  

গবেষণার আওতায় যারা এসেছিলেন তাদের ৮১ শতাংশই বলেছেন, কুকুরের সঙ্গে কথা বলেই তারা বেশি আনন্দ পান। আর ৬৫ শতাংশ অকপটে স্বীকার করেছেন পৃথিবীতে কুকুরটিই তার সবচেয়ে ভালো বন্ধু।

টেইলস.কম নামে একটি প্রতিষ্ঠান এই গবেষণা চালিয়েছে। টেইলস.কম কুকুরের খাদ্য, পোশাক এসব বানায়।

টেইলস’র প্রধান পুষ্টিবিদ ড. সামান্থা ওয়্যার বললেন, ‘আমরা কুকুরপ্রিয় একটি জাতি। আর আমাদের কুকুরগুলোর শ্রেষ্ঠত্ব আমাদের কাছে অনেক বড় কিছু। ’

এই সপ্তাহে টেইলস আয়োজন করতে যাচ্ছে ক্রাফটস ডগ শো। যাতে ২২ হাজার কুকুর অংশ নেওয়ার কথা রয়েছে। আর সেরা সেরা কুকুরগুলোর মালিকেরা এতে পুরস্কৃত হবেন।

কিন্তু পুরস্কার পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা বড় কথা নয়, টেইলস.কম এ আমরা মনে করি প্রতিটি কুকুরেরই রয়েছে ভিন্ন কিছু দক্ষতা, বলেন সামান্থা।
ওই গবেষণায় দশ জনের মধ্যে আট জনই (৮৬ শতাংশ) বলেছেন তাদের যে কোনো প্রয়োজনে কুকুরগুলোকেই পাশে পান।

প্রায় সকলেই (৯৬ শতাংশ) বলেছেন, তাদের কুকুরগুলো তাদের পরিবারেরই অংশ, স্রেফ কোনও পোষ্য প্রাণী নয়। আর প্রায় ৯৪ শতাংশ বলেছেন, তাদের মন খারাপ থাকলে কুকুরগুলোই মন ভালো করার সেরা সঙ্গী।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।