ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

রূপে সুন্দর, গুণে ভয়ঙ্কর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
রূপে সুন্দর, গুণে ভয়ঙ্কর!

ঢাকা: সুন্দর চেহারা দেখে ভুলবেন না যেনো, শ্রাইক নামের পাখিটি বড়ই নিষ্ঠুর। ছোট্ট পাখিটির ধারালো নখের শিকারে কব্জা হয় ইঁদুর, লিজার্ড ও অন্য পাখি।

সহজকথায় এদের বলা যায় কিলার বার্ড। কারণ ক্ষুধার্ত না থাকলেও এরা প্রাণী হত্যা করে পরবর্তী সময়ে ক্ষুধা মেটানোর জন্য। কখনওবা ব্যাঙ শিকার করে না খেয়ে ফেলে রাখে।

এসব প্রাণী শিকার করতে এরা যেই সেই কৌশল ব্যবহার করে না, অন্য পাখিদের গান অনুকরণ করে শিকারকে কাছে টানে।

শিকারের মাথা ও ঘাড়ে ঠোকর দিয়ে মেরে ফেলে এরা। যেহেতু তুলনামূলক আকারে বড় এসব প্রাণীকে শ্রাইক বহন করে নিয়ে যেতে পারে না তাই তারা গাছের কাঁটাযুক্ত ডাল, তারকাটা এমনি কাঁটা চামচও ব্যবহার করে। এসব সূঁচালো জিনিসে শিকারকে গেঁথে তারপরই শুরু হয় খাওয়া।

শ্রাইকের মোট ৩০টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে গ্রেট গ্রে শ্রাইক। এরা নর্দান শ্রাইক নামেও পরিচিত। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এসব দেশে এদের দেখা যায়।

আকারে ছোট পাখিটির ওজন ৬০ থেকে ৭০ গ্রাম। এদের খাদ্যতালিকায় কী কী খাবার থাকবে তা নির্ভর করে এদের বাসস্থান ও এলাকার ওপর।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।