ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

উৎপল দত্ত ও শফি ইমাম রুমীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
উৎপল দত্ত ও শফি ইমাম রুমীর জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার। ১৫ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৯৮ - সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত।
•     ১৭৯৯ - দাসপ্রথা উচ্ছেদে নিউইয়র্কে আইন পাস হয়।
•     ১৮৪৯ - লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
•     ১৮৫৭ - ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
•     ১৮৭১ - রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
•     ১৯৭৩ - সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।
•     ১৯৭৪ - চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার-১০ বুধ গ্রহ ভ্রমণ করে।

জন্ম
•     ১৯২৯ - বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক উৎপল দত্ত। শুরুতে ছিলেন বাংলা মঞ্চনাটকে। শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সঙ্গে বেশ কয়েকটি ভ্রমণেও গিয়েছেন। গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম একজন উৎপল দত্ত। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শৌখিনে অভিনয় করেছেন। এছাড়াও সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ ও আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন মার্ক্সবাদী।
•     ১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ জোসেফ হুটন টেইলর জুনিয়র।
•     ১৯৫১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী। শহীদ জননীখ্যাত জাহানারা ইমামের বড়ছেলে ছিলেন তিনি।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।