ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইউনিকর্ন নয়, EWE-nicorn!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ইউনিকর্ন নয়, EWE-nicorn!

ঢাকা: ইউনিকর্ন কাল্পনিক একটি প্রাণী। ঘোড়া সদৃশ প্রাণীটির মাথার সামনে একটিমাত্র শিং থাকে।

বাস্তবেও যেন মিললো এমন একটি প্রাণীর খোঁজ। তবে তা পুরোপুরি ইউনিকর্ন নয়, EWE-nicorn। ইংল্যান্ডের ব্রিস্টলের এক ফার্মে একটি ভেড়ার মাথার সম্মুখভাগে রয়েছে এমন একটি শিং।


পিনাট নামের ১৬ বছর বয়সী জ্যাকব শিপটি এরইমধ্যে সেখানকার স্কুল ছাত্র-ছাত্রীদের ক্যামেরায় জায়গা করে নিয়েছে, হয়ে উঠেছে জনপ্রিয়ও। যারাই ব্রিস্টলের হার্টিক্লিফ কমিউনিটি ফার্মে আসেন তারাই পিনাটের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।

পিনাটের দেখাশোনার দায়িত্বে রয়েছেন চার্লি টাকার। গত ৩২ বছর ধরে এই ফার্মে কাজ করছেন তিনি। টাকার জানান, একটি শিং থাকায় বাচ্চারা পিনাটের প্রতি দারুণ আগ্রহী, তারা ওকে ইউনিকর্ন বলে। বাচ্চারা যখনই ফার্মে আসে তখনই পিনাটের খোঁজ পড়ে।


পিনাটের নিজেরও কোনো সমস্যা হচ্ছেনা একটিমাত্র শিং নিয়ে।  
ফার্মের প্রতিষ্ঠাতা রকি পিয়ার্স (৭৬) বলেন, পিনাট এখানে বিশেষ একটি চরিত্র, প্রচুর ভালোবাসা পায় সে।  
জ্যাকব শিপ বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বংশবিস্তারকারী ভেড়া। এদের দুই থেকে ছয়টি পর্যন্ত শিং থাকে। তবে সাধারণত চার শিংয়ের জ্যাকব শিপ বেশি চোখে পড়ে।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।