ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীনের শপথ গ্রহণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীনের শপথ গ্রহণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

১১ এপ্রিল ২০১৬, সোমবার। ২৮ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯০৫ - আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব (থিওরি অফ রিলেটিভিটি) প্রকাশ।
•     ১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠা।
•     ১৯৭০ – চাঁদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের তৃতীয় মনুষ্যবাহী মহাকাশ যান অ্যাপোলো ১৩ এর উৎক্ষেপণ।
•     ১৯৭১ - বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদের শপথগ্রহণ।

জন্ম
•     ১৮২৫ - জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী ফের্দিনান্দ লাসালে।
•     ১৯৫৩ - ইংরেজ গণিতবিদ অ্যান্ড্রু ওয়াইলস।

মৃত্যু
•     ১৮৯৫ - জার্মান রসায়নবিদ ইউলিয়ুস লোটার মাইয়ার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।