ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি প্রতিষ্ঠা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার। ০১ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
•     ১৮৬৫ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন।
•     ১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।
•     ১৯১২ - বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে যায়।
•     ১৯৭৫ - ভারত কর্তৃক সিকিম দখল।
•     ১৯৮৬ - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।
•     ১৯৮৮ - আফগানিস্তান শান্তির জন্য জেনেভা চুক্তি সই করে।

জন্ম
•     ১৮৮৯ - ইতিহাসবিদ আর্নল্ড জোসেফ টয়েনবি।
•     ১৯০৭ - ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পিসি যোশী।

মৃত্যু
•     ১৯৩০ - বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কি।
•     ১৯৮৬ - ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।