ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

পূর্ণদাস বাউলের প্রয়াণ, রোমের প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
পূর্ণদাস বাউলের প্রয়াণ, রোমের প্রতিষ্ঠা পূর্ণদাস বাউল/ফাইল ফটো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার। ৮ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     খ্রিস্টপূর্ব ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।
•     ১৫২৬ - পানি পথের প্রথম যুদ্ধ।
•     ১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু।
•     ১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
•     ১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।

জন্ম
•     ১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টে।
•     ১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার  মাইকেল ফ্রান্টি।

মৃত্যু
•    ১৯১০ - মার্কিন লেখক মার্ক টোয়েন।
•     ১৯৩৮ - পাকিস্তানের প্রখ্যাত কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা ইকবাল।
•     ১৯৬৫- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন।
•     ১৯৮৪ - সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোদাব্বের। ১৯০৮ সালের ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে তার জন্ম। তার উল্লেখযোগ্য গ্রন্থ হীরের ফুল, তাকডুমাডুম, প্রাল দ্বীপে, সন্ধানী অ‍ালো ইত্যাদি।
•     ২০১৫- ভারতীয় বাঙালি বাউল সঙ্গীতশিল্পী পূর্ণদাস বাউল। ১৯৩৩ সালের ১৮ই মার্চ তার জন্ম। ১৯৩৯ সালের মন্বন্তর চলাকালীন সময়ে জীবিকার তাগিদে তিনি রেলস্টেশন ও প্ল্যাটফর্মে গান গেয়ে রোজগার করেন। এই সময় সীতারাম ওঙ্কারনাথ নামে এক সাধকের প্রেরণায় পূর্ণদাস বাংলার বাইরেও বাউল গান গাইতে বের হন। মাত্র নয় বছর বয়সে বাউল গান গেয়ে জয়পুরে এক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। এরপর তিনি কলকাতার রংমহল থিয়েটার ও বঙ্গসংস্কৃতির মেলাতেও গান করেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসএমএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।