ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

এ কে ফজলুল হকের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এ কে ফজলুল হকের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ এপ্রিল ২০১৬, বুধবার। ১৪ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৫৬৫ - ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ সেবু স্থাপিত হয়।
•     ১৯৭২ - অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
•     ১৯৮৯ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫শ মানুষ মারা যান।

জন্ম
•     ১৭৫৯- অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ নারীবাদী লেখক মেরি ওলস্টোনক্রাফট।
•     ১৭৯১ - মার্কিন উদ্ভাবক স্যামুয়েল মোর্স।
•     ১৮২০ - ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেনসার।
•     ১৮২২ - মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি ইউলিসিস এস. গ্রান্ট।

মৃত্যু
•     ১৯৬২ - বাঙালি রাজনীতিবিদ এ কে ফজলুল হক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে তার বিশেষ পরিচিতি ছিলো। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি শের-এ-বাংলা (বাংলার বাঘ) ও হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র, ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, ১৯৫৫ সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর পদে দায়িত্ব পালন করেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
•     ১৯৭২ - ঘানার রাজনীতিবিদ কোয়ামে নক্রুমা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।