ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

নেসলে বাজারে আনলো কিটক্যাটের নতুন দুটি ফ্লেভার!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
নেসলে বাজারে আনলো কিটক্যাটের নতুন দুটি ফ্লেভার!

ঢাকা: চকলেটপ্রেমীদের জন্য সুখবর! নেসলে বাজারে এনেছে আইকনিক কিটক্যাট বার চকলেটের নতুন দুটি ফ্লেভার। লেমন অ্যান্ড মাস্কারপন চিজ ও গ্রিন টি ফ্লেভারের কিটক্যাট এখন পাওয়া যাচ্ছে জাপানের কয়েকটি নির্দিষ্ট কিছু দোকানে।



সীমিত সংস্করণের নতুন কিটক্যাট বারের কথা টুইটারে ঘোষণা দেয় কিট ক্যাট জাপান। লেমন ও চিজের সংস্করণে কিটক্যাটের চকলেটিতে রয়েছে মিষ্টি ওয়েফারের ভাঁজে হোক্কাইডো মেলন পাউডার ও মাস্কারপোন চিজের প্রলেপ। ওয়েফারের উপরটা ঢেকে দেওয়া হয়েছে সাদা চকলেট দিয়ে। গ্রিন টি ফ্লেভারের কিটক্যাটে রয়েছে গ্রিন টি ফ্লেভারের ডোতে নিডিং উজি গুয়োকুরো চা পাতার ব্যবহার।

কিন্তু নতুন স্বাদের এ কিটক্যাট চকলেটপ্রেমীরা পছন্দ করবে কিনা তা  নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রস্তুতকারকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ফ্লেভার প্রসঙ্গে ভোক্তাদের অভিমত জানতে চাওয়া হলে কেউ কেউ উৎসাহী, আবার কেউ অদ্ভুত ফ্লেভার বলে উল্লেখ করেন। বিদঘুটে ফ্লেভারের কিটক্যাট বেশিদিন চলবে না, এমন  মন্তব্যও করেন অনেকে।

দেখা যাক নতুন দুটি ফ্লেভারের কিটক্যাট চকলেটপ্রেমীদের প্রিয় তালিকায় নাম তুলতে পারে কিনা!

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসএমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।