ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

তরবারিখেকো নারী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
তরবারিখেকো নারী

মুখ থেকে ঢুকে সোজা তলপেট পর্যন্ত চলে যায় তরবারি। একে একে চারটা, পাঁচটা ছয়টা।

যেমন ধারালো একেকটা তরবারি, তেমনই ধার তার শরীরের খাঁজে খাঁজে।

সবমিলিয়ে সার্কাসের সব আয়োজনে প্রধান আকর্ষণ হয়েই থাকেন হিথার হলিডে। বিশ্বের সবচেয়ে কম বয়সি তরবারি খেকো এই নারী।

বড় হয়েছেন নিউ ইয়র্ক সিটিতে। ১৭ বছর বয়সে কোনি আয়ল্যান্ড সার্কাসে তার যাত্রা শুরু।

সারাগায়ে কয়েক ডজন ট্যাটু, ঝলমলে কিন্তু সংক্ষিপ্ত পোষাক আর আবেদনময় টানটান শরীরে যখন মঞ্চে এসে দাঁড়ান তখন কেউ বুঝতেই পারে না, কতটা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছেন এই তন্বি তরুণী।

শরীর টিকে বিভিন্ন ভাবে তুলে ধরেই তিনি দেখাতে থাকেন নানা কসরত। এরপর মুখখানি উপরে তুলে ধরে পুরো শরীরটা গোল করে আনেন। আর একে একে ছয়টি তরবারি ঢুকোতে থাকেন খাদ্যনালীর পথে।

একেকটি দুই ফুট তরবারি ৫ ফুট ৩ ইঞ্চি এই দেহের বুক-পেট পুরোটা ছাড়িয়ে তলপেট পর্যন্ত পৌঁছে যায়। তখন দর্শকদের চোখ বড় বড় হয়ে যায়, আর শক্ত হয়ে যান।

আর হলিডে যখন আগুনের খেলা দেখান তখনতো মুখ থেকে আগুনের গোলা বের হয়ে আসতে থাকে।

তার এসব কেরামতি সার্কাসের পার্শ্ব পারফরফ্যান্স । জানালেন কোনি আয়ল্যান্ড সার্কাসে তিনি তখন ইনটার্ন হিসেবে কাজ শিখছিলেন। তখন একবার নির্দিষ্ট পারফরমার না থাকায় তাকেই সাইড শো করার জন্য দেওয়া হলো। সেই থেকেই করে যাচ্ছেন। তবে জানালেন, কাজটি ভিষণ কঠিন। যার জন্য প্রয়োজন চর্চা আর চর্চা। আর তার চেয়েও বড় বিষয় শরীরটিকে বশে আনা।

বাংলাদেশ সময় ১০১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।