ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

রাজধানীতে স্কুলে যাওয়ার নানা রঙ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
রাজধানীতে স্কুলে যাওয়ার নানা রঙ ছবি: রানা - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামের শিক্ষার্থীরা যেভাবে দলবেধে স্কুলে যায়, সেটা রাজধানী ঢাকায় সম্ভব হয় না। তারপর লেখাপড়া তো করতে হবে।

তাই নানা উপায়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।

রাজধানীর কাকরাইল মোড়ে দেখা যায় দুই শিক্ষর্থীকে তাদের অভিভাবক মোটরসাইকেলে করে উইলস লিটেল ফ্লাওয়ার স্কুলে নিয়ে যাচ্ছেন।


একই স্কুলের শিক্ষার্থী হলেও অনেকে আবার প্রাইভেট কারেও যাতায়াত করছে।

অনেক অভিভাবক মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারে নয়, পায়ে হেটে তার সন্তানকে স্কুলে নিয়ে আসছেন।

অনেক সময় অভিভাবকের ব্যস্ততার কারণে সন্তানদের স্কুলভ্যানে করে স্কুলে যেতে হয়। স্কুলভ্যানকে মোটামুটি নিরাপদ বাহন মনে করে অভিভাবকেরা।

কোনো কোনো শিক্ষার্থীর অভিভাবক তাদের সন্তানদের বাইসাইকেলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন।

তবে বেশির ভাগ অভিভাবকরা তাদের সন্তানদের রিকশা করে স্কুলে নিয়ে যাচ্ছেন।

রিকশায় বসে মা বই ধরে রেখেছেন, সন্তান বই পড়ছে।

চাকরির কারণে অনেক সময় একই সঙ্গে সন্তানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হন অভিভাবক। সন্তানকে স্কুলে দিয়ে নিজে কর্মস্থলে যান।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।